সম্প্রতি নীবর ঘাতক হিসেবে উদ্ভব হয়েছে ডেঙ্গুর। প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন তার প্রিয়জনকে। প্রিয়জনের মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারে।অথচ এ ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না ঢাকার দুই মেয়লের শুধু বিবৃতি দিয়েই সব দায়িত্ব শেষ তাদের। মানুষ মুখ বুঝে এগুলো দেখছে যেন কিছু বলার নেই তাদের।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
২১ জন ২০ জন ১৪ জন ১৫ জন ডেঙ্গুতে মৃ/ত্যুর(হ/ত্যা) প্রতিদিনের সংখ্যা।এবছর হ/ত্যাকান্ডের সংখ্যা ৭০০ ছাড়াল। অথচ আমাদের দুই মেয়র কী হাসি-খুশি।কাজ করে উল্টে ফেলছে ঢাকা শহর।মানুষও কত নির্বিকার,নীরব মেনে নিচ্ছে এই হ/ত্যাকান্ড।আর কিছু না হোক,একদিন অন্তত থুথু দেওয়ার জন্যেও তো একটা আয়োজন করা যায়।