দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আবারও একতরফা ভোটের পথে হাঁটছে সরকার। তারা সংবিধানের কথা অযুহাতে ফের দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে ১৪ ও ১৮ সালের মতো ভোটের নাটক করতে যাচ্ছে।যার কারণে তারা বিরোধী বিএনপির আন্দোলন দমাতে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তাদের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও নি/র্যাতন অব্যাহত রেখেছে।অথচ সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতিতে দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
পুরো আমেরিকায় একটা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। আয়োজক ব্রাজিল। তারা প্রথমেই নিয়ম করেছে যে প্রতিযোগিতায় সব রেফারী আর লাইন্সম্যান থাকবে ব্রাজিলের। প্রতিযোগিতা হবে বিশেষ একটি বলে যেটি শুধু ব্রাজিলে খেলা হয়। আর নিয়ম করেছে ব্রাজিলের খেলার দিন তাদের গোলপোষ্ট হবে অন্যটির অর্ধেক সাইজের।
এসবের প্রতিবাদ করে আর্জিন্টিনা এবং আরো কিছু ভালো দল টুর্নামেন্ট বর্জন করলো। বিরাট অংকের অর্থ পুরস্কারের লোভে নিকারাগুয়ে, পানামা, হাইতি, এল সালভেদর – এধরনের কিছু দল অংশ নিলো।
এসমস্ত দলের সাথে ব্রাজিল এমনিতেই জিতবে। তাই প্রতিযোগিতা সুন্দর হচ্ছে – এটি দেখানোর জন্য ব্রাজিল অন্যদেশ থেকেও রেফারী নিল, সবাই খেলে এমন বল নিলো এবং গোলপোষ্ট সমান করে দিলো।
ব্রাজিল তারপরও ১০/১২ গোলে জিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো। আপনি এই টুর্না মেন্ট দেখবেন? এতে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন বলবেন?
২০২৪ এর নির্বাচনে বিজয়ী দলকে তাহলে আপনি কিভাবে বিজয়ী বলবেন? এমন নির্বাচনে বিজয়ী হওয়ায় কি গৌরব আছে? এর বৈথতাই বা কতোটুকু?