ফাউন্ডেশন জানায়, ঢাকায় ৩ এপ্রিল সেহরির শেষ সময় ভোর ৪টা ২৭ এবং ইফতারের সময় ৬টা ১৯।
তবে দূরত্ব অনুযায়ী দেশের বিভিন্ন এলাকার মানুষ ঢাকার ( Dhaka ) সর্বোচ্চ সময়ের সঙ্গে ১১ মিনিট যোগ করে ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে সেহরি ও ইফতার করবেন।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরির শেষ সময়টি সতর্কতামূলকভাবে সকালের সাদিকের ৩ মিনিট আগে এবং ফজরের শুরুতে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। তাই সাহরির শেষ ওয়াক্তের ৬ মিনিট পর নামাযের আযান দিতে হবে। এ ছাড়া সূর্যাস্তের পর ইফতারের সময় সতর্কতার সঙ্গে তিন মিনিট বাড়ানো হয়েছে।
প্রসঙ্গে, বিশ্বনবী হযরত মোহাম্মদ ( Hazrat Mohammad ) (সা .) এই রমজান মাসের নানা ফজিলত সম্পর্কে কোরআনের আলোকে যুগ যুগ আগে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এই মাসের ক্কাদরের রাতে যে ব্যক্তি তার নিজ গোনাহ ক্ষমা করিয়ে নিতে পারলনা সে ধ্বংস্য হও। এই মাসে রোজা রাখার নিয়ত করে যে ব্যক্তি ঘুমাতে যাবে অতঃপর সে যতক্ষণ ঘুমাবে তার আমল নামায় সওয়াব আদায় হতেই থাকবে।