Friday , September 20 2024
Breaking News
Home / Countrywide / ২০১৪-১৮ সালে কামডা আমরাই কইরা দিছিলাম, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু: জাহাঙ্গীর

২০১৪-১৮ সালে কামডা আমরাই কইরা দিছিলাম, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু: জাহাঙ্গীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ৭ জানুয়ারি গাজীপুর-১ (কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন) আসনে গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র আলহাজ্ব এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলমের সমর্থিত ছায়া প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রেজাউল করিম রাসেল’র ট্রাক মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনী সভায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “এইডা জনগণের ভোট। স্থানীয়, বিদেশী এবং আন্তর্জাতিক সকলেরই এই দিকে নজর রয়েছে। আমরা বইলা দেই, ভোট বাক্স কন, আর রেজাল্ট কন, এইহানে কোনো দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন আর ভোটটা দিয়েন। রক্ষা ক্যামনে করতে হয়, হেইডা আমরা দেইহা দিমু।’

তিনি আরো বলেন, ‘অনেকেই বলে, ভোট দিব ট্রাকে, যাইবোগা হের মার্কায়। আমি আপনাগো বইলা যাই। ২০১৪ করেছি, ২০১৮ করছি, এটা ২০২৪ সাল। আমার মা জায়েদা খাতুন একজন নারী। কোনো পার্টি ছিল না, কোনো দল ছিল না, একটা বড় নেতা ছিল না। রাষ্ট্রের যন্ত্র সব ব্যবহার করছিল। একটা ভোটও চুরি করতে পারে নাই। এটা তো পুরুষ মানুষের ভোট। বাক্সের মধ্যে হাত দিব আর চুরি ছিনতাই করব, হেইডা পারব না।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রীর কাছে গেছিল সবাই, তারা কইছে, এইবার একটু স্বতন্ত্রকে ঘুরাইয়া দেন। প্রধানমন্ত্রী কইছেন, ১৫ বছর আমি দেখছি। আমি ১৫ বছর দেখছি মানুষকে কী সার্ভিসটা দিছেন, এইবার সেই পরীক্ষাটা জনগণকে দিয়ে আসেন। পরে গেছে পার্টির সাধারণ সম্পাদকের কাছে। গিয়া কইছে স্বতন্ত্ররে আর জাহাঙ্গীররে একটু থামায়া দেন। হ্যা কইছে, আপনি যদি মন্ত্রী হইয়া স্বতন্ত্রকে ভয় পান, তাইলে নির্বাচনে দাঁড়াইলেন কেন।’

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিষয়ক মন্ত্রী কে ইঙ্গিত করে বলেন, ‘এইবার বুইঝা-শুইনাই নামছি। বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়। ২০১৪ ও ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয় হেইডা আমরা জানি। হ্যারা কী করতে চাইতেছে, সব জানি। এইডা দেখবেন, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু।’

সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের এসব কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক ও স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

About Rasel Khalifa

Check Also

আ.লীগ ও তৃণমূল থেকে বিএনপিতে যোগদানের হিড়িক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিএনপিতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *