প্রায় ৫ কোটি টাকার সম্পত্তি ও আয়ের উৎস গোপনের অভিযোগে ওয়ান-ইলেভেনের সময়ে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। যা ৩০ মে হাইকোর্ট বহাল রাখে। ২৬ জুলাই ২৭৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে টুকুকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
তবে সেই সময়সীমার ১ মাস পেরুলেও আত্মসমর্পণ করেননি বিএনপির এই নেতা। দুদকেরও এ বিষয়ে কোনো উদ্যোগ নেই।
তবে সংস্থাটির আ/ইনজীবী খুরশীদ আলম খান বলছেন, আইন অনুযায়ী টুকু এখন পলাতক। শিগগিরই বিষয়টি আদালতে তোলা হবে।
এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী। তিনি শুধু বলেছেন চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। চিকিৎসা শেষে ফিরে আসবেন।
এদিকে, দু/র্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আরেক বিএনপি নেতা আমান উল্লাহ আমান চলতি সপ্তাহে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। তার ক্যানসারে আক্রান্ত স্ত্রী সাবেরা আমান জামিনে রয়েছেন।