আলোচিত পদ্মা সেতু তৈরী নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে কোন বাধার তোয়াক্কা না করে বর্তমান সরকার প্রধানের উদ্যোগে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আর এই পদ্মা উদ্বোধনের মাধ্যমে দেশের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এবার পদ্মা সেতু তৈরীকে কেন্দ্র করে শেখ হাসিনার সম্পর্কে যা বলনেন পিনাকী ভট্টাচার্য।
শাহবাগ ছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। পদ্মা সেতু তৃতীয় মুক্তিযুদ্ধ।
মাঝখানে বাদ পড়ে গেছে ২০১৪ র ফাকা মাঠের নির্বাচনের মুক্তিযুদ্ধ। ২০১৮ র নৈশ ভোটের মুক্তিযুদ্ধ।
২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ আসছে। পুরো জাতি ইভিএম চেপে মুক্তিযুদ্ধে অংশ নেবে।
এই সকল মুক্তিযুদ্ধে শেখ হাসিনাই একমাত্র প্রবাসী সরকার, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, শেখ মুজিব, জিয়া আর সেক্টর কমান্ডার।একাই শহীদ আর বীরশ্রেষ্ঠ। সব মুক্তিযুদ্ধে ভারতের মিত্রবাহিনী আগের মতোই আছে। ইন্দিরা মোদির জায়গায় এবং অরোরা জয়শঙ্করের জায়গায়। এই মুক্তিযুদ্ধ গুলোতে আমেরিকাও স্বাধীনতার বিপক্ষেই অবস্থান নিয়েছে র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়ে। সিপিবি আগের মুক্তিযুদ্ধের মতো তিন নম্বর ছাগলের বাচ্চার মতো লাফালাফি করে।
এসব মুক্তিযুদ্ধের স্লোগানও ‘জয় বাংলা’। দুটি পার্থক্য আছে। ১৯৭১ জান যাওয়ার ভয় ছিলো, এখন নাই। চাইলে নেয়া যায়। যারে সাইজ করতে চান করে ফেলেন খালি বলবেন সে রাষ্ট্রদ্রোহিতা করেছে। আর দুই নাম্বার লুটপাট ইচ্ছেমতো মুক্তিযুদ্ধের চলাকালীন সময়েই করতে পারবেন। ১৬ ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবেনা।
প্রসঙ্গত, পদ্মা সেতু তৈরী করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের মত মহান কাজ করেছেন এমন বক্তব্যের প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য বলেন ভোটবিহীন নির্বাচন করে তিনি জোর করে সরকারে বসে যা ইচ্ছা করছে। দেশে গনতন্ত্রকে ধ্বংস করে তিনি জোর ক্ষমতা থেকে উন্নয়নের নামে লুটপাট করছে।