Monday , January 6 2025
Breaking News
Home / International / ১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত
A general view of India's old parliament building is pictured in New Delhi on September 18, 2023. (Photo by Money SHARMA / AFP)

১৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল কুয়েত

কুয়েতের সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ থেকে প্রায় দুই লাখ অবৈধ অভিবাসী দেশটিতে বসবাস করছে। এসব অভিবাসীকে ধরতে প্রতিদিনই প্রশাসনের অভিযান চলছে।

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আল রাই এবং আরব টাইমস জানিয়েছে, গত ৬ মাসে গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রায় ১৮,০০০ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় আইন অনুযায়ী অনেককে জেলে পাঠানো হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিশরের নাগরিক রয়েছে।

ট্রাফিক সচেতনতা বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নওয়াফ আল-হিয়ান আল-রাই জানান, গত ৬ মাসে ১৮ হাজার ৪৮৬ জন প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। অভিযানে গ্রেফতারকৃতদের গুরুতর অপরাধ হলো আকামা আইন লঙ্ঘন, মাদক ব্যবসা ও পতিতাবৃত্তি। অনেকেই ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন (বেশি গতি, সিগন্যালে লাল বাতি পার করা, ব্যক্তিগত গাড়িতে যাত্রীসেবা দেওয়া, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো)।

প্রসঙ্গত, এক মালিকের ভিসায় কুয়েতে আসার পর অন্য মালিকের জন্য কাজ করা আকামা আইনের লঙ্ঘন।

About Zahid Hasan

Check Also

বিতর্ককের নতুন মাত্রা, চোর উপাধি পেলেন নরেন্দ্র মোদি

ভারতের রাজনীতিতে মোদি-আদানি সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার গোয়ার রাজ্যসভায় আম আদমি পার্টির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *