১৮২ জন আরোহী নিয়ে উড্ডয়নের কিছুক্ষন পরেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মাঝ আকাশ থেকে আসতে বাধ্য হয়েছে গো ফার্স্ট এয়ারের একটি প্লেন। ফলে এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা যায়, এয়ারক্রাফট জি৮-৩৭১ বিওএম-জিওআই এর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই আর কোনো ঝুঁকি না নিয়ে প্লেনটি ফিরে আসে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভারতের সিভিল এভিয়েশনের মহাপরিচালক বলেছেন, প্লেনটির ভেন্টিলেশন সংক্রান্ত ক্রুটির কারণে কারণে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানটিতে সমস্ত সুরক্ষা সরঞ্জাম দিয়ে সজ্জিত ছিল, ত্রুটি সংশোধন করে বিমানটি রাত ৮:২০ টায় যাত্রীদের গন্তব্যে নিয়ে যায়।
বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে অতি দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এখন আকাশ পথের কোনো বিকল্প দেখছে না যাত্রীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝে মধ্যেই নানা অনাকাঙ্খিত ঘটনার কবলে পড়তে হয় যাত্রীরদের।