সংগঠন পুনর্গঠন করে চলমান আন্দোলন জোরদার করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেন, ১০ বছর অপেক্ষা করার সুযোগ নেই। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের মূলনীতির জন্য রক্ত দিয়েছিল- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এসব আওয়ামী লীগ গ্রাস করেছে। আমরা তাদের পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সংগ্রাম পুনরায় শুরু করব। চলমান আন্দোলন জোরদার করা এবং সংগঠনকে পুনর্গঠন করাই আমাদের পরিকল্পনা।
সম্প্রতি দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মোয়াজ্জেম হোসেন আলাল।
১৭ বছরে বিএনপি ক্ষমতার পরিবর্তন করতে পারেনি, সামনে জনগণ তাদের বিশ্বাস করবে কী করে? সারা বিশ্বে এটা প্রমাণিত হয়েছে যে যেখানে লড়াই চলতে থাকে সেখানে জয় হয়। যেমন ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস – তারা কি বড় শক্তিগুলোকে নাড়া দিচ্ছে না? হয়তো আমাদের কৌশল পরিবর্তন করতে হবে, কিন্তু আমি মনে করি না আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে।
গত ১৭ বছরে আপনাদের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা- জবাবে এই বিএনপি নেতা বলেন, আমাদের কোনো স/মস্যা ছিল না। কারাগারে যারা ছিলেন এবং বাইরে থেকে যারা সংগ্রাম করেছেন তাদের নিয়ে কৌশল নির্ধারণ করতে হবে। তাহলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।
বিএনপিতে নেতৃত্বের অভাব নেই মন্তব্য করে আলাল বলেন, হয়তো কিছু পুনর্গঠন দরকার। কিন্তু নেতৃত্বের ব্যর্থতা নেই।