১২ তম সংসদ নির্বাচন ২০২৩ এর নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। জাতীয় পার্টি নির্বাচন করবে জোট ছাড়া আওয়ামী লীগের ( Awami League ) প্রতিপক্ষ হিসেবে। সবগুল আসনেই প্রার্থী দিবে জাতীয় পার্টি, বললেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চু্ন্নু। তিনি আরো বলেন, এবার নির্বাচনে বাংলাদেশের ( Bangladesh ) জনগণ জাতীয় পার্টিকে ( Jatiya Party ) ভোট দিবে। এবারের নির্বাচনে বিএনপি অংশ নিলেও থাকছে কিছু শর্ত।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ( Mujibul Haque Chunnu ) বলেন, জাতীয় পার্টি কারও সঙ্গে জোটে না। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। বাংলাদেশের ( Bangladesh ) মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে ( BNP ) ক্ষমতায় দেখতে চায় না।
বুধবার সকালে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু ( Mujibul Haque Chunnu ) আরও বলেন, দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। জাতীয় পার্টি ক্ষমতায় এলে বেকার সমস্যার সমাধান করবে। জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করা হবে।
বক্তৃতায় জাপার ( Japar ) মহাসচিব বর্তমান সরকারের ( government ) কঠোর সমালোচনা করেন। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমানের ( ATU Taj Rahman ) সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রফমান ( Sahidur Rafman ) টেপা ও ব্যারিস্টার শামীম হায়দার ( Shamim Haider ) পাথোরী এমপি।
উল্লেখ্য, বাংলাদেশে ১২ তম সংসদ নির্বাচনে কমবেশি সকল দলই নির্বাচনে অংশ গ্রহণ করতে যাচ্ছে। জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে সক্রিয় রয়েছে। তত্বাবধায়ক সরকারের ( government ) ( caretaker government ) অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ( Mirza Fakhrul Islam Alamgir. ) বিএনপি আওয়ামীলীগ সরকারের ( BNP Awami League government ) অধীনে কোনো নির্বাচন করবে না। অন্যদিকে জাতীয় পার্টি নির্বাচন নিয়ে কোন দ্বিমত প্রকাশ করেনি.