বর্তমান সময়ে অতি দ্রুত ও নিরাপদ যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম বিমান। তবে মাঝে মধ্যেই সেই বিমানেই ঘটে থাকে নানা অনাকাঙ্খিত ঘটনা। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে এবার ১৪০ যাত্রী নিয়ে উড্ডয়নের পরপরই মাঝ আকাশে বিমানের হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যায়। এরপর পরই যাত্রীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। এতে সম্পূর্ণ জরুরি অবস্থা জারি করা হল বিমানটিতে। করা হল জরুরি অবতরণ।
সোমবার ঘটনাটি ঘটেছে ভারতে। জানা গেছে, এ দিন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা করেছিল। ওই বিমানে ১৪০ জন যাত্রী ছিলেন।
গন্তব্য ছিল ভুবনেশ্বর। কিন্তু ফ্লাইটের কিছুক্ষণ পরেই দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন পাইলট। কিন্তু কেন? উড্ডয়নের পর হঠাৎ করেই ককপিটে হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যায়।
তবে সৌভাগ্যবসত এ যাত্রায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে বেঁচে যান সকলেই।