সম্প্রতি মুজিবের জীবনী অবলম্বনে একট সিনেমা তৈরী হয়েছে। সিনেমাটি দেখার পর অনেকেই কাঁদতে দেখা যায়। যাকে কেন্দ্র করে নানা মহলে আলোচনার সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয় সিনেমাটি দেখার জন্য ইতিমধ্যে অনেককে বলা হচ্ছে। কিন্তু প্রকৃত বিষয়টি হচ্ছে অনেকেই সিনেমা দেখে আবেগ দেখাতে গিয়ে কান্নার প্রতিযোগীতায় নেমেছে বলে মন্তব্য করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
এই ১৩ই অক্টোবরে একটা সিনেমার প্রসব হইছে। বিয়ানোর পরে বাচ্চা কান্দে ওয়া ওয়া কইর্যা। কিন্তু এই সিনেমা পয়দা হওয়ার পরে দেখিচ্ছি বুড়িরা কান্দিচ্ছে। ঘটনা কী? উই কান্দিচ্ছে ক্যান। ও কান্দে নাই শ্যাষ পর্যন্ত? আরে হামাক আগে কবেন না এডিটির সাহেব যে উই কলে কান্দেনি। ক্যাদব্যার চেষ্টা করিছে কিন্তু ক্যাদপ্যার পারেনি। ও দেখ্যান তো ওই অংশ টা। হামি তো আবার ডাক্তারি পড়িছি জানেন তো। পয়দা হওয়ার পরে বাচ্চা না কাদলে কী করা লাগে জানেন? বাচ্চাক এক হাত দিয়া উলটা করে পাছাত দুই থাব্রা দিলে বাচ্চা কাইন্দা উঠে। উই গ্লিসারিন আনেনি তো কী হছে। শুনেন কী কয়? উক উংকা করে হাসিনাত দুই থাব্রা দিলে ঠিকই কান্দিলোনি।