Tuesday , December 24 2024
Breaking News
Home / National / ১২ ঘন্টাতেও নিয়ন্ত্রনে আসেনি সীতাকুন্ডের অগ্নিকান্ড, উদ্ধার কাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী

১২ ঘন্টাতেও নিয়ন্ত্রনে আসেনি সীতাকুন্ডের অগ্নিকান্ড, উদ্ধার কাজে যোগ দিচ্ছে সেনাবাহিনী

সীতাকুণ্ডের বিএম ( BM Sitakunda ) কন্টেইনার ডিপোতে বারবার বিস্ফোরণের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর কনটেইনার ডিপোর ভেতরে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ কারণে রাত ৯টা থেকে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামের ( Chittagong ) সীতাকুণ্ডে বেসরকারি বিএম ( Private BM ) কন্টেইনার ডিপোতে আগুন ১২ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফায়ার সার্ভিসের ( fire service ) ২৪টি ইউনিট অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে কাজ করছে। এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছে সেনা ( Army )বাহিনী।

রোববার (৫ জুন ( June )) সকালে ( morning ) চট্টগ্রামের ( Chittagong ) বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন ( Md. Ashraf Uddin ) এ তথ্য জানান।

সকালে ( morning ) ঘটনাস্থল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার বলেন, সেনা ( Army )বাহিনীর একটি দক্ষ দল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উদ্ধার অভিযানে অংশ নিতে আসছে। তিনি আরও বলেন, এই দলে ১৫০ থেকে ২০০ সেনা ( Army ) সদস্য থাকবে।

লাগাতার কাজ করতে গিয়ে পানি সংকটে ভুগছে ফায়ার সার্ভিসও। এ অবস্থায় চট্টগ্রামের ( Chittagong ) আশপাশের জেলাগুলো থেকেও ফায়ার সার্ভিসের ( fire service ) গাড়ি আনা হয়। আগুন নেভাতে গিয়ে রাত ১১টার ( 11 o'clock night ) দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। এ সময় ফায়ার সার্ভিসের ( fire service ) সদস্য ও পুলিশ ( police ) সদস্যরা আহত হন। রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ( Chittagong Medical Hospital ) ভর্তি করা হয়।

About Ibrahim Hassan

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *