অনেক সময় মনের ভুলে টাকার ব্যাগ রেখে বাসায় ফেরেন ব্যবসায়ী। তবে যখন তার সেই ব্যাগের কথা মনে পরে তখন সেই ব্যাগ খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা চালায়। অনেকে তার হারানো টাকার ব্যাগ খুঁজে পায় আবার অনেকে টাকার ব্যাগ আর খুঁজে পায় না। তেমনি এক ব্যবসায়ী তার টাকার ব্যাগ হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। তবে তার সেই টাকার ব্যাগ খুঁজে দিয়েছে পুলিশ। আর এই ঘটনা ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ এক ছাগল ব্যবসায়ীর খোয়া যাওয়া ১০ লাখ টাকা তড়িৎ গতিতে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে পুলিশ। বুধবার রাতে থানার ওসির কক্ষে ছাগল ব্যবসায়ী আমির হোসেনের কাছে ১০ লাখ ১০ হাজার টাকা ফেতর দেওয়া হয়।
ছাগলের ব্যাপারী উপজেলার শিবনগর গ্রামের মৃ”ত আব্দুল হকের ছেলে আমির হোসেন জানান, মঙ্গলবার বারবাজারের হাট থেকে ছাগল কেনার জন্য তিনি বাড়ি থেকে একটি ভ্যানে করে শহরের নতুন বাজারে আসেন। নতুন বাজার নামার পর ভ্যানের ওপর রাখা ১০ লাখ ১০ হাজার টাকার ব্যাগটি নামাতে ভুলে যান। পরে ওই ভ্যানচালক চলে যান, টাকার ব্যাগটি সেখানেই রয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে ভ্যানচালক ও টাকার ব্যাগটি না পেয়ে তিনি অ”জ্ঞা”ন হয়ে পড়েন। এরপর বুধবার সকালে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, নতুন বাজারে একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে ভ্যানচালককে শনাক্ত করা হয়। উপজেলার তালেশ্বর গ্রামের ইমরান হোসেন নামের ওই ভ্যানচালকের বাড়িতে গেলে ভ্যানচালক টাকার ব্যাগটি পাওয়ার কথা স্বীকার করেন।
ভ্যানচালক পুলিশকে জানান, এত টাকা দেখে তিনি ভয় পেয়ে কাউকে কিছু বলেননি। তবে প্রকৃত মালিককে তিনি খুঁজছিলেন। পরে বুধবার রাতে তার কাছে থাকা ১০ লাখ ১০ হাজার টাকা নিয়ে ছাগলের ব্যাপারী আমির হোসেনের কাছে ফেরত দেয়া হয়।
ছাগল ব্যাপারী আমির হোসেন বলেন, টাকাগুলো ফেরত পাবো এমনটি আশা করিনি। ওসি সাহেবের আন্তরিক প্রচেষ্টায় আমি টাকা ফেরত পেয়েছি। মহতি উদ্যোগের জন্য তিনি থানার ওসি মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানান।
এদিকে, পুলিশের এমন কাজে ব্যবসায়ী অনেক খুশি হয়েছেন। তিনি সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান। তবে যে ভ্যান চালক ব্যবসায়ীর টাকা পেয়েছিলেন তিনি বলেন ওই টাকা পাওয়ার পর যার ব্যাগ তাকে খুঁজছিলেন। তবে তিনি ব্যবাসীকে খুঁজে পাচ্ছিলেন না বলে জানান। ওই এলাকার মানুষরা বলছেন পুলিশ চেষ্টা করলে সাধারণ মানুষদের সকল সেবা দিতে পারে তা আবারো প্রমাণিত হল।