ঢাকাই সিনেমা জগতের সত্তরের দশকের অন্যতম দাপটে অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তবে পর্দায় ‘ফারুক’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এদিকে চিকিৎসা নেয়ার উদ্দেশ্যে গত বেশ কয়েক মাস ধরেই রয়েছেন দেশের বাইরে। তবে এই মুহুর্তে গুণী এই অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো।
সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গতকাল রোববার রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা এখন আল্লাহর রহমতে ভালো আছে। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদী। গত ১০ মাস থেকে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। তিনি একটু-একটু করে সুস্থ হচ্ছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেতা।
উল্লেখ্য, ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রাখেন ফারুক। তবে পরবর্তীতে ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’ সিনেমা দিয়ে সবার নজর কাড়েন তিনি। ক্যারিয়ারে একাধিক ব্যবসায় সফল সিনেমা উহার দিয়েছেন গুণী এই অভিনেতা। তবে শারীরিক অসুস্থার কারনে এখন আর পর্দায় দেখা মেলে না তার।