বাংলাদেশে অনেক হোটেল রয়েছে যে হোটেল গুলোতে প্রতিনয়ত চলে খারাপ কর্মকান্ড। ওই সব হলেটে অনায়েসে নারী-পুরুষেরা অসামাজীক কর্মকান্ড করে থাকে। সম্প্রতি বগুড়ার বিভিন্ন আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৩৮ জনের মধ্যে ২৩ জন পুরুষ এবং বাকি ১৫ জন নারী।
এদের অধিকাংশের বসবাস বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোরে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানে নগরীর বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে। তবে যে সকল হটেল থেকে তাদের আটক করা হয়েছে সেই হোটেল মালিকদের উপর কোন প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।