সম্প্রতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ১৪ ও ১৮ সালের মতো আবারও ২৪ সালে একতরফা ভোটে ভারত একক ভাবে সমার্থন দিচ্ছে আওয়ামীলীগকে। যা কারণে দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ হয়েছে।অথচ ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো দেশের আভ্যন্তরীন বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না।কিন্তু বাস্তবে কি ঘটেছে তা প্রকাশ্যে দেখছে দেশের ১৮ কোটি মানুষ।ভারত নিজেদের স্বার্থে বাংলাদেশের গনতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
হিলি বন্দরে এই ফেব্রুয়ারিতে আমদানী নেমে আসছে অর্ধেক। তাও বলবে না এটা বয়কটের প্রভাবে। বলে বাংলাদেশের ডলার সংকটে এইটা হইছে। তাও ইন্ডিয়ার মিডিয়ার খবর। নিউজ লিংক কমেন্ট বক্সে।
প্রসঙ্গত, নির্বাচন নিয়ে একটি দলকে বার বার ক্ষমতায় বসাতে ভারত সমার্থন দিয়ে যাচ্ছে। যার ফলে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের বিদ্বেষ বেড়েই চলেছে।
https://bengali.news18.com/bengali-news-import-export