Wednesday , December 11 2024
Breaking News
Home / Entertainment / হিরো আলমের প্রস্তবে সম্মতি দিলেন রানু মন্ডল

হিরো আলমের প্রস্তবে সম্মতি দিলেন রানু মন্ডল

হিরো আলম তার ভক্তদের একের পর এক নতুন ধরনের চমক দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশের বিনোদন জগতের ঐ অভিনেতার ভক্ত থাকলেও, তার সমালোচকের সংখ্যা বিনোদন জগতে অন্যদের থেকে একটু বেশি। আলোচনা-সমালোচনার পারোয়া না করে তিনি নিজের মতো করে কাজ করে চলেছেন। কারন তিনি মনে করেন অন্য সবার মতো তিনি নন তাই সমালোচনাটা একটু বেশি হবে সেটাই স্বাভাবিক। এবার হিরো আলম তার ভক্তদের জন্য শিগগিরই নতুন সিনেমার শুটিং আরম্ভ করতে যাচ্ছেন। রানাঘাট স্টেশন থেকে বলিউডে পদার্পন করা রানু মন্ডল তার নতুন সিনেমায় দুটি গানে কন্ঠ দেবেন। হিরো আলম নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’

হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়েক দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও আরবি ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন; যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

প্রসঙ্গত, হিরো আলম এবং রানু মন্ডল এই দুজনের জীবনে বিনোদন জগতে উঠে আসার দিকটিতে অনেকটা মিল রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভা’ইরাল হওয়ার পর তারা নেটিজেনদের নজরে আসেন। হিরো আলম নিজের মতো করে তার নিজস্ব গতিতে কাজ করে গেলেও রানু মন্ডল ছিটকে পড়েছেন তার স্থান থেকে। বলিউডের সুযোগ পাওয়ার পরেও ভাগ্যের নির্মম পরিহাসের কারণে তাকে আবার তার সেই আগের স্থান অর্থাৎ স্টেশনে ফিরতে হয়েছে। তিনি সেখানে আবার অভাবগ্রস্থ জীবন কাটাচ্ছেন। সম্প্রতি ভাইরাল হওয়া গান ‘মানিকে মাগে হিতে’ গেয়ে আলোচনায় আসেন উভয়েই।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *