বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় একটি রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে বর্তমানে দলটির অবস্থা একেবারেই করুন। রাজনৈতিক ভাবে দলটি বেশ দুর্বল অবস্থানে রয়েছে। সম্প্রতি এই জামায়াতকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ভিশন। এ নিয়েই এবার একটি বিশেষ লেখনী লিখেছেন পিনাকী ভট্টাচার্য। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :-
টাইটেল দেখেন। “হিন্দুদের প্রশংসায় ভাসছে জামায়াত”। অনেকেই বলতে পারেন, এটা তো ভালোই দুর্গতদের পাশে গিয়ে দাড়িয়েছে জামায়াতের মতো একটা ইসলামী দল। কিন্তু একটা রাজনৈতিক দলের কর্মসূচি তো উদ্দেশ্যবিহীন হয়না। তাইনা? জামায়াতের কী এই উদ্দেশ্য ছিলো যে, হিন্দু সমাজের প্রশংসা পাওয়া।
ঠিক কেন জামায়াতের হিন্দুদের প্রশংসায় ভাসার প্রয়োজন দেখা দিলো? শুধু তাইনা, বাংলাদেশকে অখন্ড ভারতের অংশ বানানোর প্রকাশ্য ইচ্ছা পোষণকারী আর এস এসের গোবিন্দ প্রামানিকের কেন দমকে দমকে জামায়াত বন্দনার প্রয়োজন পড়লো? জামায়তের সুহৃদেরা কেন গোবিন্দ প্রামানিককে ফ্লোর দিতেছে তাদের চ্যানেলে? আমরা তো মোমেন কান্ডে জানি, ইন্ডিয়ার কাছে বার্তা পাঠানোর মাধ্যম হইতেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। মোমেন তো সেইজন্যই হিন্দুদের অনুষ্ঠানে গিয়া বলে, আমি ইন্ডিয়াকে বলছি হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে।
আবার দেখেন হাসিনার খাস মিডিয়া বাংলা ভিশন জামায়াতকে নিয়ে এমন নিউজ করতেছে।
ঠিক কোন দিক দিয়া কোন ইকুয়েশন হইতেছে বুঝতেছি না। নোক্তা দিয়া রাখলাম। অনেকের কাছে যদি এইটা মনে হয় যে কোন কারণে জামায়াত ইন্ডিয়ার সুদৃষ্টি চাইতেছে তাইলে কি তাদের দোষ দেয়া যায়?
আশা করি জামায়াত তার দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্যের দিকে খেয়াল রাখবে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সতর্ক করা আমার দায়িত্ব।
প্রসঙ্গত, গেল বেশ কিছুদিন আগে জামায়াতকে নিয়ে সারা দেশে শুরু হয় নতুন আলোচনা।দলটির প্রধান আমির জানিয়েছিলেন তারা ত্যাগ করছেন বিনপিকে। আর সেই থেকে রাজনীতির মাঠে শুরু হয় নতুন আলোচনা আর নতুন সমীকরণ মেলানো।