সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে আওয়ামীলীগকে ভারতের একক ভাবে সমার্থন দেশের মানুষ প্রকাশ্যে দেখছে। একটি দেশের গনতান্ত্রিক ব্যবস্থায় এভাবে হস্তক্ষেপ দেশের ১৮ কোটি মানুষ মানতে পারছে না।অথচ ১৪ ও ১৮ সালের মতো ২৪ সালেও ভারত বাংলাদেশের গনতান্ত্রিক মানুষে আকাঙ্খে অপেক্ষা করে একটি দলকে নিজেদের স্বার্থে ক্ষমতায় বসিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
দেশে এখন সুযোগ পেলেই ইসলাম ধর্ম আর মুসলমানদের খোঁচানো হয়। খোঁচানো ব্যক্তিদের অনেকে তথাকথিত প্রগতিশীল। পশ্চিম বঙ্গ আর হিন্দী সংস্কৃতিতে তাদের কোন সমস্যা নেই। সমস্যা শুধু ইসলামী বিষয়ে।
এদের দেখে দেখে আমি আগের চেয়ে আরো বেশী ইনশাআল্লাহ আর আলহামদুল্লিলাহ্ বলি। ধর্মচর্চা করি।
এসব আমার ধর্মীয় দায়িত্ব। এসব আমার প্রতিবাদও।