Friday , December 27 2024
Breaking News
Home / opinion / হাসিনা শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে ক্ষমতা আকড়ে রাখার: পিনাকী (ভিডিও)

হাসিনা শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে ক্ষমতা আকড়ে রাখার: পিনাকী (ভিডিও)

দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণার মাধ্যমে সরকার জানান দিল যে তারা আবারও ১৪ ও ১৮ সালের মতো করেই ক্ষমতায় থাকতে চায়। কারণ তাদের এছাড়া কোনো পথ নেই।নিশ্চিত পরাজয় জেনে কেউ সুষ্ঠু ‍নির্বাচন করবে না এটা বলার অপেক্ষা রাখে না। সরকার যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় থাকার শেষ চেষ্টা করে যাবে।তবে এবার বিনা ভোটে ক্ষমতায় থাকা নিয়ে ইতিমধ্যে শঙ্কায় রয়েছে তারা।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। আমি অনেক আগে থেকেই বলছি হাসিনা শেষ মুহুর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে ক্ষমতা আকড়ে রাখার। সে আর তার সাঙ্গোপাঙ্গরা এমন পাপের রাজত্ব গড়ে তুলেছিলো যা তারা জানে ক্ষমতা হারানো মাত্রই তারা জনরোষে ধুলিকনার মতো উড়ে যাবে। এই কাজ করতে গিয়া তারা আরো বেশী বিপদ ডাইক্যা আনতেছে। শুধু তার জন্যই না তার সাঙ্গোপাঙ্গদের জন্যই ভয়াবহ বিপদ ডাইক্যা আনতেছে। ওরা ভাবছিলো জামায়াতকে নিশ্চিহ্ন করে দিবে। পারছে জানায়াতের বা/লটা ছিড়তে? পারে নাই। ফ্যাসিবাদী দমন পীড়নে কোন রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন এমনকি দুর্বল করাও যায়না। আওয়ামী লীগ তো নিজেই দাবী করে যে তাদেরকে পোচুর নিপীড়ন করা হইছে। তাইলে তো নিপীড়িত হইয়া আওয়ামী লীগের নাই হইয়া যাওয়া উচিৎ ছিলো। হয় নাই তো। আওয়ামী লীগ আরো দশবার জন্মালে আর এইভাবে দশবার নিপীড়নের স্টিম রোলার চালাইলেও আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *