প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের ভারত সফরে গিয়েছেন এবং অনেকটা একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশের প্রথম চালানে ৮০০ কেজি ইলিশ পৌঁছেছে। এদিকে বাংলাদেশের নদীগুলোতে ইলিশের পরিমান কম তাই বাংলাদেশের মানুষকে বেশ দাম দিয়েই ইলিশ কিনতে হচ্ছে। অনেক স্বল্প আয়ের মানুষ ইচ্ছা থাকলেও বেশি দাম দিয়ে ইলিশ কিনে খেতে পারছে না। ঠিক সেই সময়ে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন অনেকে। এবার এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকী ভট্টাচার্যের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেটা হবুহু তুলে ধরা হলো-
পশ্চিমবঙ্গের দাদারা পদ্মার ইলিশ চান, কিন্তু পদ্মায় পানি দিবেন না।
কোন আক্কেলে পদ্মার পানি আটাকায়ে ইলিশ মাছ চান বাংলাদেশ থেকে? ইলিশ পয়দা হবে কীভাবে নদীতে যদি পানি না থাকে? অদ্ভুত মানসিকতা রে বাবা।
হাসিনা যা দিচ্ছে আখেরি ইলিশ খাইয়া নেন। হাসিনা তো আর বেশীদিন নাই।
হাসিনারে যখন বাংলাদেশের মানুষ উৎখাত করবে তখন পদ্মায় পানি ছাড়বেন তারপরে ইলিশ পাবেন। সিম্পল হিসাব।
প্রসংগত, বাংলাদেশ থেকে ইলিশ ভারতে রপ্তানির বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। বাংলাদেশের মানুষের দিকটাও চিন্তা করতে বলেছেন অনেকে। তবে বেশ চড়া দামে ভারতে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। তাতে বেশ খুশিীলিশ বিক্রেতারা।