সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে নতুন কৌশলে এগোচ্ছে বর্তমান সরকার। তারা আবারও একতরফা নির্বাচনে পথেই হাঁটচ্ছে যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তারা ১৪ ও ১৮ সালের মতো বিনা ভোট করে ক্ষমতায় থাকতে চায়।যার কারণে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর রাষ্ট্রবাহিনী দিয়ে দ/মনে, পী/ড়ন চালাচ্ছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য আমেরিকার প্রত্যাশা ও চাপের বিষয়ে আওয়ামী লীগ তো তার মতো প্রতিক্রিয়া জানাবে। এটা স্বাভাবিক। কিন্তু যারা নিজেদের হাসিনা বিরোধী বলে দাবী করে তারা এমনভাবে বিষয়টা উপস্থাপন করতেছে, এমনকি ক্ষেত্র বিশেষে হাসাহাসি বা ট্রল করতেছে তাতে বাস্তবিকই দোচনা হয়ে যাইতেছি।
হাসিনার শাসন ইস্যুটা তো আর বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নাই। রাশিয়া, চিন, ইন্ডিয়া অলরেডি হাসিনার পক্ষ নিয়ে ফেলছে। পিটার হাস বাংলাদেশের নির্বাচন নিয়া যা যা অফিসিয়ালি বলছে তার চাইতে বেশী বলছে ইন্ডিয়া, রাশিয়া, চিন।
আমরা চাই বা না চাই আন্তর্জাতিক সকল শক্তি এই ঘটনায় যুক্ত হবে কারণ সকলেরই আন্তর্জাতিক কিছু স্বার্থ আছে বাংলাদেশকে নিয়ে। আওয়ামী লীগ কী মোদি, পুতিনের সংযুক্তি নিয়া ট্রল করে?না করে না।
তাইলে আপনি এই সো কল্ড হাসিনা বিরোধীদের ফুটফুটে সুন্দর ডাকবেন না কেন? এইগুলা ভাবিছে হাসিনা মনে হয় টিকে গেলো। ঘটনা ঘুরতে শুরু করলে এদের ইউ টার্ন দেইখেন। মজা পাইবেন। ওদের এখনকার লেখাগুলার স্ক্রিনশট নিয়ে রাইখেন কয়েক মাস পরে পিটার হাসরে এরাই আব্বু ডাকবে। লিখে রাখেন। সবাই তখন ফেচিবিরোধী ভুদ্দিজীবি বন্যা যাবে।