বর্তমান সরকার ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলকে নানা কৌশলে আটকানোর চেষ্টা অব্যাহত রেখেছে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তারা সংবিধানের দোহাই দিয়ে আবারও দলীয় সরকারের অধীনে ভোট করার পাঁয়তারা করছে।কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও অবাধ সম্ভব নয় তা ১৪ ও ১৮ সালের ভোটে প্রমাণ হয়েছে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
শেখ মুজিব নিজে ছিলো একজন সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ। দুর্নীতির মামলায় দুই বছর সাজাপ্রাপ্ত। তার মাইয়া শেখ হাসিনা দুর্নীতি নাও করতে পারে। সে করেছে কিনা ইতিহাস বিচার করবে। বাপে দু/র্নীতি বাজ ছিলো জন্য কন্যার কোন দায় নেই। বাপে দু/র্নীতি না করলে কন্যাও করবে না এর কোন গ্যারান্টি নাই। তাও পারিবারিক ঐতিহ্যের ব্যাপার আছে না?
কাডাল রানী জানেনা, যে শেখ মুজিবকে ডুবাইতে আমাদের এখন বিন্দুমাত্র গ্লানি হবেনা। মামলা আর সাজার রেফারেন্স কমেন্ট বক্সে দিলাম। বাংলাদেশ থেকে সাইটে ঢোকা যায় কিনা জানাবেন।