ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বিভিন্ন সময় দেশের অভ্যন্তরীণবিষয়ে বির্তকিত পোষ্ট করে আলোচনা আসেন। সম্প্রতি তার সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই পোষ্টে তিনি যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো:-
হাসিনার সাথে আমাদের হিসাব আছে, জয়ের সাথেও আমাদের হিসাব আছে। কিন্তু মনে রাখবেন জয়ের কন্যা হওয়াটা হাসিনার নাতনির অপরাধ নয়, তার সাথে এখনো পর্যন্ত আমাদের কোন হিসাব নাই। নেহাৎ বাচ্চা মেয়ে। তাকে আলোচনার বাইরে রাখুন। এইটা আমাদের শিখতেই হবে। এটাই সভ্য দুনিয়ার নিয়ম। মেহেরবানী করে হাসিনার নাতনিকে নিয়ে কিছু বলবেন না। আমরা ডা মুরাদ না।
উল্লেখ্য, পিনাকী ভট্টাচার্য একসময় বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ে ১৮টি বই লিখেছেন। আজ তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ফেসবুকে তার প্রায় পাঁচ লাখ ফলোয়ার রয়েছে। টুইটারেও সক্রিয় তিনি। বাংলাদেশের ইতিহাস, সমাজ, চলমান রাজনীতি, মায়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে মানবাধিকার বিষয়ে তার অনলাইন লেখাগুলো তরুণ শিক্ষার্থী ও অন্যান্যদের কাছে বেশ জনপ্রিয়।