প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সফরে ভারতে গিয়েছেন এবং সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথে কয়েকটি বৈঠক করবে, বলে জানা গেছে। এদিকে বিএনপি নেতারা এই সফর প্রসঙ্গে অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আনতে কিছুই পারেন না, শুধু দিয়েই আসেন। এবার সেইসাথে সুর মেলালেন রাজনৈতিক সমালোচক পিনাকী ভট্টাচার্য। তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
হাসিনা চোদ্দ বছরের শাসনে এতো মানুষ মার্ছে যে পুরা পাকিস্তান আমলেও পাকিস্তানি শাসক সেই ৫২ থেকে ২৫ শে মার্চ সন্ধ্যা পর্যন্ত এতো মানুষ মা’রে নাই।
বাংলাদেশের স্বাধীনতায় লাভ হইছেটা কী? পাকিস্তানি শাসক আর লু”টেরার বদলে আরো ব”র্বর আরো বেশী লুটেরা এবং কম শিক্ষিত ও ভারতের নতজানু শাসক পাওয়া ছাড়া আর কিছু হয়েছে কী?
পিনাকী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সমালোচনা করে বলেন, এবার নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রীর ছবি দেখলেই বোঝা যায়, কোথায় যেন একটা তাল কেটে গেছে। তাদের মুখের হাসি ম্লান হয়ে গেছে। আপনার ছবিগুলোর দিকে খেয়াল করলে দেখতে পারবেন, নরেন্দ্র মোদির মুখে কোনো হাসি নেই। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জোর করে যেন হাসতে চেষ্টা করছেন।