আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় আসার পথ সুগম করতে নানা কৌশল নিচ্ছে।অনেকেই ভাবতেছেন যে ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করে সরকার টিকে যাবে।কিন্তু সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।তবে কোনো ভাবে সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া উপায় নেই এই সরকারের।কারণ বৈশ্বিক চাপে সরকার দিশেহারা। হয়তো সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের নিকট এটি বিশ্বাসযোগ্য নয় কিন্তু এই বাস্তবতা।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
যারা জিন্দেগীতে রাজনীতি করে নাই, অর্থনীতির “অ” টাও জানেন না, তারা যখন রাজনীতির ফোরকাস্টিং করে তখন পিত্তি জ্বলে যায়।
এখন যদি কেউ মনে করে থাকে হাসিনা টিকে যাবে তার মাথায় গোবর আছে। হাসিনা গন কেইস। উই থ্যাকপ্যার পারবি না। উই যতোই লাফালাফি করুক, উই যতোই কনফিডেন্স দেখাক।
হাসিনার পতনের পরে কী হবে, সেইটা কেমনে সামাল দেয়া যায় সেইটা ভাবেন। হাসিনা দেশটাকে ফোপড়া করে দিয়ে যাবে, এটাই আসল বিপদ।
প্রসঙ্গত, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জণগনের ভোটাধিকার।আর সেটি প্রতিফলিত না হলে কোনো দেশ সামনে এগিয়ে যেতে পারে না। হয়তো সেটি সরকারের একশ্রেণির তেল বাজদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।