Friday , January 10 2025
Breaking News
Home / opinion / হাসিনা খুটি গেড়ে বসে যাবে আরো বিশ বচ্ছর : পিনাকী

হাসিনা খুটি গেড়ে বসে যাবে আরো বিশ বচ্ছর : পিনাকী

ক্ষমতাসীন আওয়ামীলীগ ক্ষমতা ধরে রাখতে ভিন্ন কৌশল নিচ্ছে। ইতিমধ্যে বিনা ভোটে দীর্ঘ সময়ে ক্ষমতায় টিকে আছে। ক্ষমতা থেকে তাদের হটানো বেশ কঠিন কারন তারা ভিন্ন ইস্যু তৈরী করে বিএনপির আন্দোলকে বানচাল ‍করতে চেষ্টা করবে। তবে দেশের অনৈতিক প্রেক্ষাপটে যে সংকট তৈরী হয়েছে এতে দেশ চালানো তাদের পক্ষ অসম্ভ হয়ে পড়েছে। তবে কোনো ধরনের রাজনৈতিক চালে ভুল করলে সরকারকে ক্ষমতা থেকে নামানো সম্ভব নয়ে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। বিষয়টি নিয়ে সামাজিক যো/গাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে পিনাকী ভট্টাচার্য পা/ঠকদের জন্য হুবাহু নিচে দে/ওয়া হলো।

খুব সেনসেটিভ বিষয় নিয়ে কথা বলতেই হচ্ছে। না বলে উপায় নেই। মাথা ঠান্ডা করে আমার কথাগুলো শুনবেন। মাথার মধ্যে যদি কিছু পুর্ব ধারণা যেমন পিনাকী বাম, পিনাকী হিন্দু এমন আইডিয়া নিয়ে আমার লেখাটা পড়েন তাহলে আমার আর্গুমেন্ট আপনি নিতে পারবেন না। কিন্তু এই বিষয়টা এতোই গুরুত্বপূর্ণ যে আমি ভিডিও করে না বলে এখুনি লিখেই বলতে হচ্ছে। আমার এই কথা বলাটা বিপদজনক এই কারণেই যে সবার আবেগ যেই দিকে সবাই যেই পক্ষে আমার আর্গুমেন্টটা তার উল্টোদিকে যাবে। এমনকি যে সমস্ত সো কল্ড বাম আমি যাদের ফইন্নির পুত বলি, যারা আমাকে পপুলিষ্ট বলে তারাও স্রোতে গা ভাসাচ্ছে অবলীলায়।

শেখ হাসিনা ওয়ার অন টেররের নৌকায় চেপে ক্ষমতায় এসেছে। সে তার আন্তর্জাতিক মহলে ফ্যাসিস্ট শাসনের বৈধতা হিসেবে বাংলাদেশে ইসলামপন্থার বিপদকে বেচেছে। সে বলেছে বাংলাদেশে ইসলামপন্থার উত্থান হবে যদি তাকে ক্ষমতায় না রাখা হয়। তার হাতে বেশ কিছু আর্গুমেন্টও ছিলো, যেমন বাংলা ভাই, চৌষট্টি জেলায় বোমা হামলা। ইসলাম বি/দ্বে *ষি দুনিয়াকে সেই হার্ড ফ্যাক্ট দিয়ে আওয়ামী লীগ খুব সাক্সেসফুলি বিএনপিকে ইসলামপন্থী ও জংগিবান্ধব রাজনৈতিক দল হিসেবে পরিচিত করিয়ে দিতে পেরেছিলো আন্তর্জাতিক মহলে। এর ফল আমরা পেয়েছি হাতেনাতে মোদির হিন্দুত্ববাদ সমর্থিত একটা বর্বর ফ্যাসিস্ট ব্যবস্থা। যেই ব্যবস্থাকে উৎখাত করাটা প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাড়িয়েছে।

যেকারণেই হোক যেভাবেই হোক বিএনপি একটা লিবারেল পলিটিক্যাল ফোর্স হিসেবে আন্তর্জাতিক মহলে গৃহীত হতে যাচ্ছে। সেকারণেই গনতন্ত্র ফিরে পাওয়ার এই লড়াইয়ে গতি সঞ্চার হয়েছে। বিএনপি ব্যাপক সংখ্যক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। আওয়ামী লীগকে হঠাতে হলে বিএনপিকে এই পজিশনটা ধরে রাখতে হবে। বিএনপিকে সকল মানুষের দল হয়ে উঠতে হবে। সেই পথেই অগ্রসর হচ্ছে বিএনপি।

বিএনপি যেই রাজনৈতিক কৌশলই নিক না কেন, শেষ বিচারে বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের দল যাদের মধ্যে মুসলমানেরাই সংখ্যাগরিষ্ঠ। সে কখনোই তার সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামী সংষ্কৃতির বাইরে নয়।

হুম্মাম কাদেরের প্রতি আমাদের সবার সহানুভূতি আছে। তার বাবাকে অন্যায়ভাবে ফাসি দিয়েছে হাসিনা সেটাও ঠিক। কিন্তু দল হিসেবে কোন অবস্থাতেই বিএনপির এমন কোন পজিশন নেয়া যাবেনা যেটায় আন্তর্জাতিক মহলের মনে হয় বিএনপি তার পলিটিক্যাল লাইন ঠিক করতে পারেনা। যেন মনে না হয় বিএনপির কোন সেন্ট্রাল কমান্ড নাই। যেন মনে না হয় একজন নেতা দলটার ডিরেকশন বদলে দিতে পারে। ভুলে যাবেন না বাংলা ভাইকে স্থানীয় বিএনপির নেতা সেইসময়ে শেল্টার দিয়েছিলো। এটা বিপদজনক এই কারণে নয় যে বাংলা ভাই মুসলিম জং*গি। এটা বিপদজনক এই কারণেই যেই বাংলা ভাই ফেনোমেননটা রাষ্ট্র ধারণার পরিপন্থী। বাংলা ভাই রাষ্ট্রের বল প্রয়োগের একচ্ছত্র অধিকারকে চ্যালেইঞ্জ করেছিলো। আর বিএনপি সেইখানে কিছুই কর‍তে পারেনি বা করেনি। বিএনপি তার ক্ষমতায় থাকার বৈধতা তখুনি হারিয়েছিলো।

ঠিক এই বিষয়টাই হাসিনা পিক করবে। আমাদের আন্তর্জাতিক মহলের সাপোর্টের দরকার নাই, তারা নিরপেক্ষ থাকুক কিন্তু কোন অবস্থাতেই তারা যেন হাসিনার পিছে না দাঁড়ায়। তারা হাসিনার পিছে থেকে সরে গেছে জন্যই হাসিনা দুর্বল হয়েছে। আমরা আশা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক মহল যদি এটা ভেবে নেয় বাংলাদেশে ইসলামপন্থার উত্থান হতে যাচ্ছে তাহলে মনে রাখবেন হাসিনাকে আমরা হঠাতে পারবো না। হাসিনা খুটি গেড়ে বসে যাবে আরো বিশ বচ্ছর।

নারায়ে তাকবির শ্লোগান বিএনপির মঞ্চ থেকে না দিলে বাংলাদেশে ইসলাম বিপন্ন হবেনা, বা বিএনপির ইসলামী ভোট কমবে না। বা দেয়াতে ইসলামের মহিমা বাড়বে না। কিন্তু এই শ্লোগান দিয়ে ইসলামে ভীত আন্তর্জাতিক মহলকে থমকে দাঁড়িয়ে দ্বিতীয় চিন্তার দিকে ঠেলে দিলে আমাদের সমুহ বিপদ। হাসিনা যেই জায়গায় নিয়ে গেছে দেশকে এরপরে বাংলাদেশে ইসলাম চর্চাকেই সে অসম্ভব করে তুলবে।

আমাকে ভুল বুঝবেন না। বাংলাদেশে ইসলাম ঘৃণার বিরুদ্ধে আমি সর্বশক্তি নিয়ে দাড়িয়েছি। ভবিষ্যতেও দাড়াবো। কিন্তু হাসিনাকে এই চান্সে পরাজিত করতে না পারলে আমাদের সামনে কোন আশা নেই। শত্রুর হাতে অস্ত্র তুলে দিয়েন না। আমাদের কাছে বিএনপির চাইতে বড় কোন শক্তি নেই। আসুন আবেগে ভেসে না গিয়ে বিএনপিকে আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই রক্ষা করি। সামনের লড়াই খুব সহজ নয়। খুব কৌশলী না হলে আমরা আমাদের মঞ্জিলে পৌছাতে পারবো না।
দুনিয়ায় একটা গ্লোবাল অর্ডার আছে। আমরা চাইলেই তার বাইরে যেতে পারবো না। আমার এই আর্গুমেন্ট আপনার হয়তো পছন্দ হলোনা। কিন্তু ভেবে দেখবেন আপনাকে যদি দুইটা পছন্দ দেয়া হয় হাসিনার বা আওয়ামী লীগের আগামী বিশ বছরের শাসন অথবা হাসিনার শাসন থেকে মুক্তি। আমার বিশ্বাস দ্বিতীয় পছন্দটাই আপনি গ্রহণ করবেন।

আবেগে না ভেসে আসুন দ্বিতীয় লক্ষ্যে কাজ করি।

প্রসঙ্গত, ক্ষমতাসীন আওয়ামীলীগকে হটাতে কোনো ধরনের ভুল পথেই আগালে বিএনপি সাফল্য পাবে না বলে সতর্ক করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, আওয়ামীলীগ পূর্বের মতো আবার ক্ষমতায় থাকার পথ খুজবে সুতারাং ‍ভুল করার সুযোগ নেই।

About Babu

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *