সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে সরকার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে।তারা আবারও ১৪ ও ১৮ সালের মতো করে বিনা ভোটের নির্বাচন করতে চায়। যার কারণে বিরোধী দলের আন্দোলন দমাতে নির্বিচারে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।শুধু তাই নয় একতরফা নির্বাচনের জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে।বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
হাসিনা কচ্ছে জামায়াত বিএনপি খুজে বের করে ধরিয়ে দিতে হবে। কোন আইনে দলীয় কর্মী বিরোধী দলের কর্মীদের খুজে বের করতে পারে? ধরিয়ে দিবে কী জন্য? কী করিছে জামায়াত বিএনপি। কিছুই করে নাই এখনো তাতেই এতো ভয়। ২৮ তারিখ তো স্যাম্পল দেখাইছে জমায়েত করে। বিরিয়ানি ছাড়া তো তোর আধাখান কর্মিও আসেনা। ব্যাটা তুই তো ক্রিমিনাল। ভোট ছাড়া ক্ষমতা আকড়ায়ে ধরা আছিস। গুম খুনের একটা রাষ্ট্র বানাছু আর ইন্ডিয়ার তাবেদারি করিচ্ছু। তুই যা যা অপরাধ করিছু তাতে তোর এক হাজার বচ্ছর কারাদন্ড হবি। আবার শুনেন কী কচ্ছে।