এইভাবে একজন নিম্নমানের সামরিক শাসক বন্যা মোকাবেলা করতে মাঠে নেমেছিলেন, যদিও দেখানোর জন্য। তবে এরশাদ আন্তরিকতার সঙ্গে বন্যা মোকাবেলায় নেতৃত্ব দেন। পৃথিবীর কোনো শাসক যতই দুষ্টু হোক না কেন, বিপর্যয়ের ময়দানে প্রবেশ করে না। হাসিনা এরশাদের চেয়েও খারাপ শাসক। এইভাবে একজন নিম্নমানের সামরিক শাসক বন্যা মোকাবেলা করতে মাঠে নেমেছিলেন, যদিও দেখানোর জন্য। তবে এরশাদ আন্তরিকতার সঙ্গে বন্যা মোকাবেলায় নেতৃত্ব দেন। পৃথিবীর কোনো শাসক যতই দুষ্টু হোক না কেন, বিপর্যয়ের ময়দানে প্রবেশ করে না। হাসিনা এরশাদের চাইতেও নিকৃষ্ট শাসক।
উল্লেখ্য, ঘরের ভেতর ও বাইরে থেকে কোমর-গভীর পানিতে হারিয়ে যাচ্ছে সুনামগঞ্জ ও সিলেটের মানুষ। বন্যার ভয়াবহতায় সুনামগঞ্জের পর সিলেট এখন দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। দুই জেলার অধিকাংশ হাসপাতাল প্লাবিত হওয়ায় জরুরি চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে। জলাবদ্ধ এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। তিন দিনের খাবার জোগাড় করা এখন বন্যাদুর্গত মানুষের জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন লাখ লাখ মানুষ। টানা বৃষ্টিতে বিপদ আরও বেড়েছে। শনিবারও অব্যাহত বৃষ্টি ও বর্ষণ। সিলেট ও সুনামগঞ্জে প্রায় সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।