দ্বাদশ নির্বাচন সামনে রেখে আবারও পাতানো ভোট করে ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগ সরকার। যার জন্য দ্বাদশ নির্বাচনের সকল আয়োজন ইতিমধ্যে সেরে ফেলেছে তারা।যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে দুই-একটি রাজনৈতিক দল অংশগ্রহন না করলে সমস্যা হবে না।কিন্তু প্রধান বিরোধী বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে প্রতিদন্দ্বিতামূলক ভোট সম্ভব প্রশ্নে তারা নতুন নতুন যুক্তি দেওয়ার চেষ্টা করছে।তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশুলোর আহ্বানকে কোনো ধরনের পাত্তা না দিয়ে সরকার নিজেদের ইচ্ছে মতো পাতানো নির্বাচন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
হাসিনা প্রকারান্তরে আমেরিকার সাথে যু**দ্ধ ঘোষণা করছে। মানে এটা যাকে বলে রেটোরিক তা না। সত্যি সত্যিই যু**দ্ধ ঘোষণা। এইটা আমরা আলোচনার একেবারে শেষে দেখবো। কীভাবে এই যু**দ্ধ ঘোষণা পির্যন্ত গেলো আর কেনই বা গেলো সেটা ধাপে ধাপে সেটা আমরা আলোচনা করবো।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের চাওয়াকে প্রাধান্য দেওয়া বিষয়টি বার বার তুলে ধরেছে।অথচ সরকার এ বিষয়ে কর্ণপাত না করে ১৪ ও ১৮ সালের মতো আবার একতরফা নির্বাচন করতে এগিয়ে যাচ্ছে।