সংবিধানের দোহাই দিয়ে আবারও ১৪ ও ১৮ সালের মতো দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে আওয়ামীলীগ সরকার।তারা জানে দেশের মানুষের ভোটাধিকার হরণ করছে আর সে কারণে তারা ক্ষমতায় আসতে পারবে না।সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামীলীগ ক্ষমতায় আসতে পারবে না সে কারণ ১৮ সালের স্টাইলে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় তারা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বিপ্লব সরকার নাকি সত্যি সত্যিই মাথার চুল ইম্পল্যান্ট করিছে। হামি কলে ডাক্তার হিসাবে খারাপ না। বিধান রায় নাকি রোগীর গায়ে হাত না দিয়াই ডায়াগনোসিস কইর্যা ফেলতো। আমি কি হাসিনা এবং হাসিনার মন্ত্রী সভার সদস্যদের ভার্চুয়াল ডায়াগনোসিস করা শুরু করবো?
প্রসঙ্গত, সরকার আবারও জোর করে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করতে চায়। অথচ তাদের মন্ত্রী-এমপিরা বক্তব্য দিচ্ছেন সরকার সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। অথচ বাস্তবে এমন কোনো লক্ষন দৃশ্যমান নয়।