শেখ হাসিনার দেশত্যাগে ‘সংযম’ দেখানোয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে গণতান্ত্রিক উপায়ে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের মুখপাত্র সোমবার বলেছেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং আমরা এখন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হতে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।” সেনাবাহিনী আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সহিংসতা ও বহু মানুষ নিহত হওয়ার পর শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। সেই আন্দোলনের ফলশ্রুতিতে গত সোমবার ৫ আগষ্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা।