ক্ষমতাসীন সরকার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারনে দেশে অর্থনৈতিক অবস্থা হুমকির মুখে পড়েছে বলে বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পের নামে প্রচুর দুর্নীতি ও নৈরাজ্যের কারনে দেশের রিজার্ভ সংকট তৈরী হয়েছে। যার কারনে গ্যাস জ্বালানি তেল আমদানি করতে পারছে না সরকার সেজন্য লোডশেডিং হচ্ছে বাড়ছে জন দুুর্ভোগ। এর ভিতরে আবারও দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে জনগনের মধ্যে নতুন করে হতাশার সৃষ্টি হয়েছে। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য নিচে পাঠকদের জন্য সেটি হুবাহু তুলে ধরা হল।
একটা দেউলিয়া দেশে ক্ষমতায় থাকার দুর্বিষহ অভিজ্ঞতা শেষ বয়সে হাসিনা নিতে পারবে? এর চাইতে বড় শাস্তি আর হয়না। খোদাতায়ালার কী অপার মহিমা। কোন দিক দিয়া মাইর দেন তিনি আমরা সেইটা ধরতেই পারিনা। হাসিনার দুঃশাসনের শাস্তিটা এইভাবেই তিনি দিলেন।
প্রসঙ্গত, সরকারের দুর্নীতি ও লুটপাটের কারনে যে পরিস্থিতির তৈরী হয়েছে এটির সামাল দিতে আদৌও পারবে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন পিনাকী ভট্টাচার্য। ক্ষমতাসীনদের কারনে দেশের মানুষ যে হতাশা ও ক্ষতির মুখে পড়লো তার বিচারের সন্মুখীন তারা।