সম্প্রতি ক্ষমতাসীন সরকারের প্রধানের ব্যাপক জনপ্রিয়তার কথা উঠেছে আসছে। কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র প্রকাশ পাচ্ছে। যদিও আওয়ামীলীগের থেকে বলা হচ্ছে শেখ হাসিনার বিকল্প নাই। কিন্তু সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিতে ভয় পাচ্ছে দলটি। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
আমেরিকার প্রতিষ্ঠান আই আর আই এড্যা জরিপ করিছে। এড্যা লিয়ে হাউকাউ শুরু হছে। বাঙু মিডিয়া কোমড় বাইন্ধ্যা নামছে কেমনে কীভাবে এই জরিপ কইছে কাডাল রানী পোচুর জনপ্রিয়। আর যারা সরকার বিরোধী তারা কইতেছে এই জরিপ ফাউল। যাদের দিয়া করাছে সেড্যা ইমপ্রেস গ্রুপের মালিকের কোম্পানী। ইম্প্রেস গ্রুপ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ইত্যাদি ইত্যাদি। আমি এই বিষয়ে যাবোনা। আমি এই জরিপের পিওর সাইন্টিফিক মুল্যায়ন করমু। আপনাগেরে এন্যা বিরক্ত লাগপার পারে। তাও জানা থাকা দরকার কারণ কেমনে এড্যা সাইন্টিফিক জরিপ পাঠ করতে হয় সেড্যা জানা যাবি। এই জরিপ মোটেই হাসিনার পক্ষে যায় নাই। হাসিনার দলের লোকেরা হাংকেরে তুলনায় কিঞ্চিৎ বেশী বুদ্ধিমত্তার পরিচয় দিছে জন্য তারা এই জরিপরে নিজেদের জন্য ব্যবহার করতে পারছে আর হামরা তার পাতা ফান্দে পা দিছি। দুইন্যাত এনা বুদ্ধিমান না হলে কলে খুব বিপদ। আওয়ামী লীগের সাথে খেলপার গেলে এনা চিকনা বুদ্ধি না থাকলে কলে ধুর পটাবি ওরা। এই কামে ওরা সিদ্ধহস্ত।