দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইট অনলাইনে দেখা যাচ্ছে না। এদিকে এই পোর্টাল বন্ধের পর থেকে নানা মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে এবং এই পোর্টালের সম্পাদক এর খোঁজ ও মিলছে না। সামাজিক যোগযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হয় সঞ্জু , নিচে সেটি দেওয়া হল
শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে স্মার্টলি এবং ভার্চুয়ালি গুম হয়ে গেলেন বিডিনিউজ-টোয়েনটি-ফোর ডট কম এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
এখনও বিডিনিউজ-টোয়েনটি-ফোর ডট কম অনলাইনে দেখা যাচ্ছে না।
মানুষ গুম বন্ধের জন্য ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার ওপর গুরুত্ব নিয়ে আলোচনা হওয়ার পর এখন পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
কিন্তু একাধিক সপ্তাহ পেরিয়ে গেলেও নিউজ পোর্টাল গুম হয়ে যাওয়ার ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে কেউ দিচ্ছেনা।
তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন/সাইবার সিকিউরিটি আইনে এমন কিছু কি নেই, যার কারণে দ্রুত জবাবদিহি করতে বাধ্য হয় সরকার?
সব আইন কি সরকারের অনুকূলে করা হয়?