শেখ হাসিনার প্রতি অতিরিক্ত দরদ হলে তাকে ভারতের একটি অঙ্গরাজ্য দিয়ে দেখার প্রস্তাব দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনাকে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে দিন এবং দেখুন তিনি কীভাবে ভোট চুরি করে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।
দুলু বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকেই ভারতের বিরক্তি শুরু হয়েছে। তারা আওয়ামী লীগকে জোর করে ক্ষমতায় রাখতে চায়। ভারতের প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, “আপনারা শেখ হাসিনার এত বড় সমর্থক হলে তাকে ভারতের একটি রাজ্যে দিন। কিন্তু সাবধান, একসময় দেখবেন, তিনি ভারতের প্রধানমন্ত্রিত্বই দখল করে নিয়েছেন। কারণ, তিনি জানেন কীভাবে দিনের ভোট রাতে করতে হয় এবং কীভাবে ক্ষমতা ধরে রাখতে হয়।”
দুলু আরও বলেন, “গত ১৫ বছরে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের ওপর যে অত্যাচার-নির্যাতন চালিয়েছেন, তা ইতিহাসে নজিরবিহীন। তিনি ফেরাউন ও নমরুদের মতো অত্যাচারের দোসর ছিলেন। আমরা কোরআনের মাধ্যমে যেমন ফেরাউন-নমরুদের গল্প জেনেছি, তেমনি গত ১৫ বছরে নিজেদের চোখে শেখ হাসিনার কর্মকাণ্ড দেখেছি।”
তিনি দাবি করেন, গত ১৫ বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যের মতো পরিচালিত হয়েছে। কিন্তু ৫ আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। “বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না,” বলেন দুলু।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দুলু হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে বিএনপি নেতা আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দেবে বা আত্মীয়তার সুযোগ নিয়ে রাজনীতি করবে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
দুলু বিএনপি চেয়ারপার্সনের দূরদর্শিতা তুলে ধরে বলেন, তারেক রহমান প্রতিটি পরিবারকে সম্মানিত করতে “ফ্যামিলি কার্ড” চালুর প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।