মোহাম্মদপুরে ট্রাম্পের ছবি সম্বলিত বিপুল সংখ্যক পোস্টারসহ ৩ গ্রেপ্তার
বিস্তারিত আসছে….
উল্লেখ্য, দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ নভেম্বর রাজধানীর জিরো পয়েন্টে আসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার (৯ নভেম্বর) দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে লেখা ছিল, ১০ নভেম্বর আসুন – নূর হোসেন চত্তরে জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে আপনিও অংশ নিন। ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন নূর হোসেন। দিবসটিতে বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূটি পালন করে থাকেন।
গত ৫ আগস্ট ছাত্র অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এদিন প্রথমবারের মতো মাঠ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।