সম্প্রতি বিশ্ব মন্দায় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও তার প্রভাব পড়েছে বলে সরকারের পক্ষ বলা হচ্ছে। অথচ দেশের থেকে বিপুল পরিমান অর্থ পাচার ও লাগামহীন দুর্নীতির কারনে দেশের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন মহল মন্তব্য করছে। দেশ রিজার্ভ সংকটের জন্য ব্যাপক চাপে পড়ছে যার কারনে জ্বালানি তেলসহ আমদানিকৃত পন্য সামগ্রি ক্রয় করতে সমস্যার পড়েছে সরকার। সরকার জোর করে ক্ষমতায় থাকায় আজ দেশের এমন পরিস্থির হয়েছে বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। ক্ষমতায় টিকে থাকার জন্য পার ইন্ডিয়ার সহযোগিতা চাওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য সেটি নিচে দেওয়া হল।
নিজের মাথার চুল টিকাইতে পারে নাই মোমেন আর ইন্ডিয়ারে কইতেছে হাসিনারে ক্ষমতায় টিকাইতে।
কিন্তু মোমেন সুইট আছে। ফট করে সত্য কথাগুলা বলে দেয়। হাসিনারও কপাল এমন যে এই গর্দভগুলারে দিয়া ক্ষমতা টিকায়ে রাখতে হয়।
এই বেকুব জানেও না ইন্ডিয়া হাসিনারে টিকায়ে রাখছে এইটা আমাগো বয়ান। হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের যথেষ্ট লাভ হচ্ছে এইটাও আমাদের বয়ান। এইসব বয়ান তার মুখে আসলে তো আমাদেরই লাভ। হাসিনারে ইন্ডিয়া ক্ষমতায় টিকায়ে রাখবে এইটা বইলা মোমেন আমাদের কাজকে সহজ করে দিছেন।
খোদাতায়ালা কারে দিয়া কোন অছিলা পুরণ করায় কেউ জানেনা।
প্রসঙ্গত, সরকারকে ক্ষমতায় রাখার জন্য ইন্ডিয়ার সহযোগিতা চাওয়ায় প্রমাণ করে যে এতদিন তারা কিভাবে ক্ষমতায় আছেন বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। অপ্রিয় হলেও সত্য বর্তমান সরকার ক্ষমতা টিকে থাকার জন্য বিদেশী ধরনা ধরতেছে বলে জানান তিনি।