সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে হস্তক্ষেপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কথা বলেছে।ভারতে বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে কথা বলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত কথা জানিয়েছেন।অথচ তারা আওয়ামীলীগকে একক ভাবে সমার্থন দিয়ে যাচ্ছে।কিন্তু আলোচনার বিষয় হচ্ছে ভারত কেন বাংলাদেশের গণতন্ত্র চায় না।মূল কারণ হিসেবে বিভিন্ন মহলের দাবি তারা একটি দলের পক্ষ নিয়ে দীর্ঘ সময় ধরে যে সব সুবিধা আদায় করে নিচ্ছে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ ক্ষমতায় আসলে পাবে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
আ.লীগের ভয়ানক দুঃসময়ে একি করছে ভারত ! শেখ হাসিনাকে থামানোর জন্য মোদীর উপর চাপ বাড়ছে !
প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর ক্ষেত্রে ভারতে বিরোধীতা তাদের দেশের জনগণই চায় না।আর সে বিষয়টি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সামনে আসছে।যার ফলে দেশটির ক্ষমতাসীন সরকারের ওপর চাপ বাড়ছে।
https://www.facebook.com/golammaularonymp/posts/pfbid02cw6kY7gahDDsLzv3bVa537tbF3u5e6YHfjgC9xQAPVgSsdKcY9oG2BHBeTU23bdil?mibextid=YxdKMJ