হাসানুল হক ইনু বাংলাদেশের একজন সক্রিয় রাজনীতিবীদ। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। দায়িত্বে থাককালীন অবস্থায় তিনি সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে করেছিলেন। হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একজন নেতা। সম্প্রতি তিনি তার এক বক্তব্যে বলেছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হলে বৈষম্য বাড়বেই।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সংগঠিত অপরাধী-দুর্নীতিবাজ চক্রকে ধ্বংস করে বৈষম্য দূর করতে সমাজতন্ত্র ও সুশাসনের সংগ্রাম জাতীয় কর্তব্য। সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে সমাজে বৈষম্য ও দুর্নীতি বাড়বে। সমাজে সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হলে অর্থনীতিকে সংবিধানের নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যের সাথে সমন্বয় করতে হবে।
শনিবার (২শে জুলাই) রাজধানীর তাহের মিলনায়তনে ঢাকা মহানগর পশ্চিম কমিটির নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ মন্তব্য করেন।
ইনু বলেন, ‘সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহার মৌলিক অধিকার হিসেবে বাস্তবায়ন করতে হবে। সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক স্থাপন করতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়ায় বখাটেদের হয়রানি বন্ধ করতে হবে, শ্রমজীবী দরিদ্র কৃষক নারী ও আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার দিতে হবে।
ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসেন আক্তার, জাসদের সহ-সভাপতি ও ঢাকা জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আক্তার।
প্রসঙ্গত, প্রত্যেকটি দেশের বৈষম্য দূরীকরণে সমাজতন্ত্রের কোনো বিকল্প নেই। সমাজতন্ত্র মানুষের মধ্যে ভেদাভেদকে রহিত করার মাধ্যমে দেশের মানুষের মধ্যে বৈষম্যের প্রবণতা অনেকাংশে লাঘব করে ফলে মানুষে মানুষে তৈরী হয় সম্প্রিতি।