ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। জীবনের এই কঠিন সময়ে তিনি কিছু জিনিস উপলব্ধি করেছিলেন। এর পাশাপাশি শুভাকাঙ্খী ও সুবিধাবাদীর পার্থক্যও বুঝতে পেরেছেন এই অভিনেত্রী।
হাসপাতালে থাকলেও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্টে ক্যাপশনে লেখেন, এই মানুষগুলো যারা বলে, এত মনের জোর কোথায় পেয়েছি! এই দেখেন, এটি একটি বংশীয় ধারা। আমার নানার একটা ছোট অপারেশন হবে। প্রার্থনা করবেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। এ সময় অভিনেত্রী জানান, কয়েকদিন ধরে তিনি অসুস্থ বোধ করছেন। এরপর বৃহস্পতিবার সকালে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করতে বলেন।
গত ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন পরীমনি। এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন। পরীমনি দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, অসুস্থতার আগে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরেছেন পরীমনি। ‘ডোডোর গল্প’ ছবির শুটিংয়ে ফিরেছেন তিনি। দীর্ঘ দুই বছর পর ৮ অক্টোবর আলোক ক্যামেরার মুখোমুখি হন এই অভিনেত্রী। এর গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
https://www.facebook.com/watch/?v=705632421589221