সম্প্রতি কিছুদিন আগেই বুকে ব্যথা নিয়ে রাজধাণী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে দীর্ঘ প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে আজ রোববার (২৬ ডিসেম্বর) হাসপাতাল ছেড়েছেন তিনি। কিন্তু হাসপাতাল ছেড়েই প্রথমে নিজের বাসায় না গিয়ে সোজা সচিবালয়ে গিয়ে বাস রুট ফ্যাঞ্চাইজির আওতায় পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধন করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমদ জানান।
তিনি বলেন, “উনার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। শারীরিক কোনো সমস্যা এখন নেই। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আসলে কিছুদিন বিশ্রামের দরকার ছিল।”
পরে সচিবালয়ে গিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় ‘ঢাকা নগর পরিবহন’ নামে নতুন কোম্পানির সেবার উদ্বোধন করে তিনি বলেন, “১২ দিন হাসপাতালে ছিলাম। সেখানে থেকে রিলিজ হয়ে বাসায় না গিয়ে সরাসরি মন্ত্রণালয়ে এসেছি। আমি এই উদ্যোগটাকে গুরুত্ব দিয়েছি।”
এর আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আওয়ামী লীগের অন্যতম ত্যাগী এই নেতা। শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটায় সে সময়ে তাকে সিঙ্গাপুর এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে দেশে ফেরেন ওবায়দুল কাদের।