সম্প্রতিই গত কয়েকদিন আগেই পুলিশের এক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এরপর চলতি অক্টোবর মাসের গত ১৫ তারিখ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। এখন তিনি অনেকটাই সুস্থ।
গত শনিবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন রনি। তিনি ক্যাপশনে লিখেছেন, “অগ্নি পরীক্ষায় পাস করলাম, আলহামদুলিল্লাহ।”
ভিডিও বার্তায় রনি বলেন, আমি যখন জ্ঞান ফিরলাম, আইসিইউ থেকে বেরিয়ে আসি, তখন পরিবারের সদস্যরা আমাকে দেখাচ্ছিলেন কে কী লিখেছেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মানুষের এসব কথা ও লেখা আমার কষ্ট অনেক কমিয়ে দিয়েছে। সবাই আমার জন্য দোয়া করেছেন। এটা আমার জন্য অনেক বড় অর্জন।
রনি বলেন, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তখন আমি চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার সব সময় যত্ন নিয়েছে. এ ছাড়া অনেকেই আমাকে দেখতে এসেছেন। যারা হাসপাতালে প্রবেশ করতে না পেরে ফিরে এসেছে তাদের জন্য আমি দুঃখিত। হয়তো কোনো একদিন দেখা হতে পারে। সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই কাজে ফিরব এবং আপনাদের খুশি রাখতে কাজ করব।
এদিকে গুণী এই অভিনেতার দুর্ঘটনার খবরে শুধু পরিবারই নয় চিন্তিত হয়ে পড়েছিলেন তার অগুনিত ভক্ত-শুভাকাংখীরাও। অসুস্থতার খবরে তাকে একবারের জন্য দেখতে ছুটে গিয়েছিলেন হাসপাতালেও।