পরিচালক নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহমেদ রেজা রুবেল। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছিল এই সিনেমার বিশেষ প্রদর্শনী। আর এই প্রদর্শনীতে অংশ নিতে অভিনেতা রুবেল নিজেই গাড়ি চালিয়ে উত্তরা থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যান। পথে আতিককে গাড়িতে তুলে নেন নির্মাতা নুরুল আলম। সঙ্গে ছিলেন সহকারী পরিচালকও।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্টে গাড়ি থেকে নামার পরপরই অসুস্থ বোধ করেন অভিনেতা। লিফটের দিকে হাঁটার সময় তিনি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান। এগিয়ে আসেন নির্মাতা আতিক, নিরাপত্তা প্রহরী মাসাদুল হক প্রমুখ।
পরে রুবেলকে বসুন্ধরা সিটির দোতলায় জরুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তখনও রুবেলের জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক রুবেলকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর হুইল চেয়ারে বসুন্ধরা সিটি থেকে নামানো হয় রুবেলকে।
পরে রুবেলকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। রুবেলকে দ্রুত স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের একজন চিকিৎসক জানান, আহমেদ রুবেলকে বিকেল ৫টা ৫০ মিনিটে হাসপাতালে নেওয়া হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন, ‘আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গেই ছিলেন। বসুন্ধরা সিটির বেসমেন্টে গাড়ি রেখে লিফটে উঠতে গেলেই রুবেল ভাই অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। সেখান থেকে স্কয়ার হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন আহমেদ রুবেল। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।
অভিনেতা সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ দলের মাধ্যমে তার থিয়েটার ক্যারিয়ার শুরু করেন। পরে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পর টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।
হুমায়ূন আহমেদের ঈদের নাটক ‘পোকা’তে আহমেদ রেজা রুবেলকে ‘গোরা মজিদ’ চরিত্রে এনেছেন। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রে এই অভিনেতার অভিনয় জনপ্রিয়তা পায়।