Monday , December 23 2024
Breaking News
Home / National / হাসপাতালে খালেদা জিয়ার শয্যার পাশে পরিবারের সদস্যরা

হাসপাতালে খালেদা জিয়ার শয্যার পাশে পরিবারের সদস্যরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরিক অবস্থা অবনতি হওয়ার পর থেকে দাবি জানানো হচ্ছে তার বিদেশ চিকিৎসার। তবে বিদেশ যেতে পারছেন না তিনি। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শোনা যাচ্ছে এক এক সময় এখ এক তথ্য। তবে চিকিৎসকদের মতে তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। বেশ কিছুদিন একটা কথা শোনা যাচ্ছহিল যে বেগম জিয়ার পরিবারের লোকজন কোথায়। তবে এবার দেখা মিললো তাদের এক সাথেই খালেদা জিয়ার পাশেই।শয্যার পাশে থাকছেন তারা।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ চলছেই বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এতে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছেন তিনি।

চিকিৎসকরা ইনজেকশন দিয়ে রক্তক্ষরণ বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করছেন। পাশাপাশি রক্ত দিয়ে শরীরের হিমোগ্লোবিন নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করছেন। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক এ অবস্থা গত চার দিন ধরেই চলছে। এতে উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার তার বোন সেলিমা ইসলাম ও ভাবি নাসরিন এস্কান্দার হাসপাতালে আসেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথিও হাসপাতালে আসেন বলে জানা গেছে।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, গত মঙ্গলবার থেকে প্রতিদিনই খালেদা জিয়ার কমবেশি রক্তক্ষরণ চলছে। তবে এর আগে বড় আকারের তিন দফায় যেভাবে রক্তক্ষরণ হয়েছে, এবার সেভাবে হচ্ছে না। কিন্তু যে পরিমাণে হচ্ছে, তাও তার মতো একজন বয়স্ক এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর পক্ষে সামাল দেওয়া কষ্টসাধ্য।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর আগে অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর বাসায় ফেরেন তিনি। এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।

বেগম জিয়ার অবস্থা বেশ কিছুদিন যাবৎ অনেক খারাপ। এতগুলো রোগ একসাথে বয়সটাও হয়েছে অনেক। বিএনপির মতে দেশে তার চিকিৎসা ভালোভাবে হচ্ছেনা, বিদেশ চিকিৎসার কোনো বিকল্প নাই। তবে এখন দেখার বিষয় খালেদা জিয়া তার পরিবারকে পাশে পেয়ে কিছুটা সুস্থতার দিকে যায় কিনা। অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষগুলো অসুস্থ অবস্থায় সুস্থতার দিকে যেতে বেশি পরয়জন হয় মনবলের। আর পরিবারের লোক যদি পাশে থাকে মনবল বেড়ে যাওয়াটাই সাভবিক। এখন দেখার বিষয় খালেদা জিয়ার কোনো পরিবর্তন আসে কিনা।

About

Check Also

যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস উইং

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপকে লিজ দিচ্ছে। তবে প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *