হঠাৎ করেই ফুসফুসে সংক্রমণ নিয়ে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন অভিনেতা তুষার খান। আজ রোববার (২৩ জানুয়ারি) তুষারের সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানিয়ে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।
অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, “তুষার ভাই গত চার-পাঁচ দিন ধরে অসুস্থ বোধ করছেন। গতকাল তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ফোনে কথা বলেছি। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে, তার কাশি আছে। এমনকি কথা বলতেও সমস্যা হচ্ছে।’
এই মুহুর্তে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করে সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ১৯৮২ সালে নাট্যদল আরণ্যকে যোগ দেন তুষার খান। আর এরই জের ধরে একপর্যায়ে ছোট পর্দায় জায়গা করে নেন তিনি। এমনকি সময়ের ব্যবধানে বড় পর্দায় অভিনয় করেও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছেন তুষার খান। ক্যারিয়ারের শুরু থেকেই জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।