সম্প্রতি দেশের ছোট পর্দার পরিচিত এবং জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি অগ্নিদগ্ধ হন। আর সেই থেকেই তিনি রয়েছেন হাসপাতালের বেডে শুয়ে। নতুন খবর এই যে অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান শারমিন আঁখির স্বামী ও নাট্যকার রাহাত কবির।
তিনি বলেন, শারমিন আঁখির শারীরিক অবস্থার কোনো উন্নতি বা অবনতি নেই। এখন সরাসরি মুখ দিয়ে হালকা খাবার খেতে পারেন শারমিন। চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে যান। কিন্তু আমি জানি আইসিইউতে নেওয়া ভালো নয়। এখন কি হবে আল্লাহই ভালো জানেন।
শারমিন আঁখির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাহাত কবির।
গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরে একটি শুটিং হাউজের ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহত হন শারমিন। ওইদিনই তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, এ দিকে তার অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা নিয়েও রয়েছে বেশ ধোঁয়াশা।পুলিশ তার এই বিষয় নিয়ে বলছেন ভিন্ন কথা।তবে পুরোপুরি সুস্থ না হয়ে পর্যন্ত আসল ঘটনা জানা যাচ্ছে না তার কাছ থেকে।