সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে ভরাডুবি নিয়ে বোর্ডের দিকে আঙুল তলেছে বিভিন্ন মহল। শুধু তাই নয় খেলোয়াদের নির্বাচন প্রশ্নে বিতর্কের মুখে পড়ে বোর্ডের সভাপতিসহ শীর্ষ কর্মকর্তারা। দলের হারের পিছনে অনেক খানি দায়ি ক্রিকেট বোর্ড বলেও সমালোচনা ঝড় ওঠে। তবে এতো আলোচনার পরও বোর্ডের কর্মকর্তাদের পদত্যাগ বা বাদ দেওয়া ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নিচে দেখা যায়নি কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে সামাজি মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাঃ আব্দুন নূর তুষার হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
সাকিব আল হাসানকে তিনটি আসনেই প্রার্থী করা ও আওয়ামী ক্রিকেটার্স লীগের সাধারন সম্পাদক করার বিনীত অনুরোধ জানাই। হারবে যারা বিশ্বকাপে.. সংসদে যাবে পরের ধাপে।
প্রসঙ্গত, বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গেলেও যারা দায়িত্বে আছেন তারা বাদ পড়বেন না। কারণ ক্ষমতার বলে তারা তাদের পদে থেকে যাবেন।দল নয় ব্যক্তি স্বার্থের জন্য তারা সবকিছুই করেন।