Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে খারাপ কথা হেলপারের : নে তোর টাকা, প্রতিদিনি তো আসবি

হাফ ভাড়া দেওয়ায় ছাত্রীকে খারাপ কথা হেলপারের : নে তোর টাকা, প্রতিদিনি তো আসবি

বাস ভাড়াকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। কখনো বাস হেলপারের অশ্লীল মন্তব্য, আবার কখনো চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হচ্ছে যাত্রীদের। এমনকি এ ভোগান্তি থেকে ছাড় পাচ্ছে না শিক্ষার্থীরাও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এবার জানা গেল, রাজধানীর একটি বাসে অর্ধেক (হাফ) ভাড়া দেওয়ায় প্রকাশ্যে এক ছাত্রীকে হেলপারের অশ্লীল মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষার্থী রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীর অভিযোগ, কলেজে ঠিকানা এক্সপ্রেস লিমিটেডের বাসে হাফ ভাড়া দেওয়ায় ওই গাড়ির হেলপার বাস থেকে নামার সময় তাকে ধর্ষণের হুমকি দেয়। তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় সে ওই গাড়ির হেলপারের নাম জানতে বা গাড়ির নম্বর লিখে নিতে পারেনি সেই ছাত্রী।

এই ঘটনা নিয়ে ভুক্তভোগী ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে সে লিখেছে, ‘আমার বাসা শনির আখড়া। এখান থেকে (বকশী বাজার এলাকা) কলেজের ভাড়া ১০ টাকা, প্রতিদিন ১০ টাকা দিয়েই যাচ্ছি। আজকে কলেজে যাওয়ার সময় ঠিকানা বাসে করে গিয়েছিলাম। তো আজকে হেলপারকে ২০ টাকার নোট দিলে সে ভাড়া রাখছে ১৫ টাকা। আমি তাকে ভালো করেই বলছিলাম আমার ১০ টাকা ফেরত দিতে, বাট সে দেয় তো নাই উল্টা বলে ‘দিমু না কী করবি কর’। এরপর চিল্লানোর পর সে বলে ‘গলা বড় করবি না, পাঁচ টাকা নে না হয় নাইমা যা’।

‘বাসের একটা মানুষও তাকে একটা কথাও বলে নাই। কেউ কিচ্ছু বলে নাই। ইভেন একটা পুলিশও ছিল, সেও কিছুই বলে নাই। এরপর নামার সময় পাঁচ টাকা হাতে ধরায় দিয়ে বলে “নে তোর টাকা, প্রতিদিনি তো আসবি একদিন ধইরা …. কোথাকার”। এই কথা যখন বলছে বাস অলরেডি রানিংয়ে, আমি তাকে কিছু বলার সু্যোগও পাইনি আর বাসের নম্বর নোট করারও সুযোগ পাইনি। জোরে বাস টেনে চলে গেছে।’

স্ট্যাটাসে ওই ছাত্রী আরও বলে, এখন আমার কথা হচ্ছে প্রতিদিন বাসের এমন ভোগান্তিতে পড়া লাগে। আমাদের ওঠায় না। আমাদের এখান থেকে প্রতিদিন অনেক মেয়ে যায় কলেজে। আমরা যদি এখন কিছু না বলি সামনে আরও প্রব্লেমে পড়তে হবে। ঠিকানা, মৌমিতা আমাদের কলেজের সামনে দিয়েই যায়। আমরা সবাই মিলে যদি একদিন রাস্তাটা ঠিকানা আর মৌমিতার জন্য বন্ধ করে দেই আমার মনে হয় এদের তেজ কমবে। আমি আশা করছি, এই কলেজের স্টুডেন্ট হয়ে আমার প্রতি এই আচরণের প্রতিবাদ তোমরা করবে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রোববার (২১ নভেম্বর) সকাল ৯টায় কলেজের সামনে আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকালে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে অবস্থান নেন তারা।

এদিকে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদিকদের জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাননি তিনি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত চালিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About

Check Also

মড়ার উপর খাঁড়ার ঘা: ভোক্তাদের চিড়েচ্যাপ্টা অবস্থার মধ্যে বাড়তি ভ্যাট আর শুল্ক করের বোঝা বসালো সরকার

দেশে যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবনযাত্রা চিড়েচ্যাপ্টা, তখনই সরকারের নতুন ভ্যাট ও শুল্ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *